শিবরাত্রির আগে জেনে নিন পুজোর তিথি ও সময় সম্পর্কে

author-image
Harmeet
New Update
শিবরাত্রির আগে জেনে নিন পুজোর তিথি ও সময় সম্পর্কে

নিজস্ব সংবাদদাতা : আগামী ১৮ ফেব্রুয়ারি শিবরাত্রি। দিনটি শনিবার। হিন্দু প‍‍‍ঞ্জিকা মতে, শনিবার রাত ৮.০২ মিনিটে শুরু হচ্ছে শিব চতুর্দশী তিথি। পরের দিন রবিবার বিকেল ৪.১৮ পর্যন্ত থাকবে। সাধারণত, সূর্যোদয়ের সময় যে তিথি থাকে সেদিনের জন্য সেই তিথিকেই মান্যতা দেওয়া হয়। ফলে ১৯ ফেব্রুয়ারিও পালন করা যাবে মহাশিবরাত্রি।



শিবরাত্রিতে দিনের বেলায় অনেকে মহাদেবের মাথায় জল ঢাললেও রাতের প্রতি প্রহরে মহাদেবকে জল, দুধ, মধু ও অন্যান্য উপকরণে অর্ঘ্য নিবেদন করা হয়। শনিবার প্রদোষে শিবরাত্রির প্রথম প্রহরের পুজো শুরু হবে সন্ধ্যা ৬.১৩ মিনিটে। চলবে ৯.২৪ মিনিট পর্যন্ত।দ্বিতীয় প্রহরের পুজোর সময় রাত ৯.২৪ থেকে ১২.৩৫ মিনিট পর্যন্ত। ইংরাজি মতে, রাত ১২ টার পর নতুন দিন বা ১৯ ফেব্রুয়ারি পড়ে যাবে।তৃতীয় প্রহরের উপাসনা শুরু হবে রাত ১২.৩৫ থেকে ভোর ৩.৪৬ মিনিট পর্যন্ত।চতুর্থ প্রহরের পুজো শুরু হবে ৩.৪৬ মিনিটে। চলবে ৬.৫৬ মিনিট পর্যন্ত।