নিজস্ব সংবাদদাতাঃ পেরুতে একটি বিমানবন্দরের বাইরে আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছে। পেরুর দক্ষিণাঞ্চলীয় পুনো অঞ্চলের জুলিয়াকা শহরে নিহত ১৮ জন বেসামরিক নাগরিকের ন্যায়বিচারের দাবিতে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল, কিন্তু বিক্ষোভকারীরা আবার ইনকা মানকো ক্যাপাক বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করলে তা সহিংস হয়ে ওঠে। স্থানীয় একটি মেডিকেল এজেন্সি জানিয়েছে, তিন শিশুসহ ২৩ জন বিক্ষোভকারী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের পায়ে গুলি লেগেছে। জাতীয় পুলিশ জানিয়েছে যে সংঘর্ষে ২৫ জন কর্মকর্তা আহত হয়েছেন।