নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে কলেজ মাঠে ট্রেড ফেয়ার এবং হস্তশিল্প মেলার উদ্বোধন হয়েছে গত বুধবার। চলবে আগামী রবিবার পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া, জেলার পুলিশ সুপার দীনেশ কুমার, সংগঠনের জেলা সম্পাদক চন্দন বসু প্রমুখ। পুরসভার স্ব-সহায়ক দল স্বয়ংসিদ্ধার একটি অনুষ্ঠানের উদ্বোধন হল জেলা পরিষদে। সেখানেও শিল্পমন্ত্রী, জলসম্পদ মন্ত্রীসহ অনেকেই উপস্থিত ছিলেন। পশ্চিম মেদিনীপুর জেলা কতটা শিল্প সম্ভাবনাময়, তা এদিনের অনুষ্ঠানে বোঝান মানস ভুঁইয়া। তিনি বলেন, "আসানসোল, দুর্গাপুর, হলদিয়া একদিনে হয়ে যায়নি। তিল তিল করে গড়ে উঠেছে। বাম আমলের শিল্পের খরা কাটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের প্রসার ঘটানোর জন্য উদ্যোগী হয়েছেন।" মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার জন্য উদ্যোগপতিদের এগিয়ে আসার অনুরোধ করেন মানস ভুঁইয়া। শশী পাঁজা বলেন, "মুখ্যমন্ত্রীর হাত ধরে জেলায় শিল্প বিপ্লব ঘটেছে। এশিয়ার বৃহত্তম কয়লাখনি গড়ে উঠছে দেউচা পাচামিতে। পাশাপাশি রাজ্যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পেরও ব্যাপক প্রসার ঘটেছে। পশ্চিম মেদিনীপুরের পটচিত্রের চাহিদা আজ রাজ্য তথা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে চলেছেন, তাঁকে কেউ আটকাতে পারবে না।"