পৌরপ্রধান মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন মন্তব্য তৃণমূলের জেলা সভাপতির, সঠিক ভিডিও প্রকাশের দাবি পৌরপ্রধানের

author-image
Harmeet
New Update
পৌরপ্রধান মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন মন্তব্য তৃণমূলের জেলা সভাপতির, সঠিক ভিডিও প্রকাশের দাবি পৌরপ্রধানের

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের বক্তব্যের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন বলে মন্তব্য তৃণমূলের জেলা সভাপতির। উল্লেখ্য, গত রবিবার মেদিনীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান সহ ১০ জন কাউন্সিলর। সেই অনুষ্ঠানের ভিডিওতে সৌমেন খানকে বলতে শোনা গিয়েছে, "অর্পিতা নায়েককে হারানোর জন্য পুলিশ থেকে শুরু করে সকলে নানারকম চক্রান্ত করেছিল। শুধুমাত্র আপনারা পাশে থেকে তাকে রক্ষা করেছিলেন বলে অর্পিতা নায়েক আজ পৌরসভার কাউন্সিলর হয়েছেন, আপনাদের সেবা করার জন্য। পুলিশকে কাজে লাগিয়েছিল, বাইরের থেকে মস্তানদের এনেছিল, মা-বোনদের ভয় দেখানো থেকে আরম্ভ করে অনেক কিছু করা হয়েছিল, কিন্তু পারেনি।" অর্পিতা নায়েক ১৪ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর। সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে শাসকদলের অন্দরে। কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, "মেদিনীপুর পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে হয়েছিল। কোথাও কোনো গণ্ডগোল হয়নি। নির্বাচনে নির্দল, কংগ্রেস, সিপিএম প্রার্থীরা ভোটে জিতেছেন। তারপরও পৌরপ্রধান এই মন্তব্য করেন কিভাবে? হয় ওনার মানসিক অস্থিরতা আছে অথবা তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন।" আক্রমণ করতে ছাড়েনি বিজেপিও। বিজেপির জেলা নেতা শংকর গুছাইত বলেন, "পুলিশ দিয়ে সন্ত্রাস করে পৌরসভার ভোট লুট করেছে তৃণমূল, এই কথা আমরা আগেও বলেছি। এবার সেকথা স্বীকার করলেন তৃণমূলের পৌরপ্রধান।" যদিও সঠিক ভিডিও প্রকাশ্যে আনার দাবি পৌরপ্রধান সৌমেন খানের। তিনি বলেন, "আমি কখনও একথা বলতে পারিনা। সঠিক ভিডিও প্রকাশ্যে আনা হোক।"