নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশ ইনভেস্টর সামিটে নয়া প্রতিশ্রুতি দিলেন আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান বলেন, সিমেন্ট, ধাতু, রাসায়নিক, আর্থিক পরিষেবা এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানির মতো ব্যবসাগুলিতে তাঁর গ্রুপ আগামী পাঁচ বছরে ২৫,০০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।