মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তৎপরতা তুঙ্গে, মেদিনীপুরে গোষ্ঠী কোন্দল মেটাতে ব্যস্ত তৃণমূল নেতৃত্ব

author-image
Harmeet
New Update
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তৎপরতা তুঙ্গে, মেদিনীপুরে গোষ্ঠী কোন্দল মেটাতে ব্যস্ত তৃণমূল নেতৃত্ব


নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ পাঁচ মাসের ব্যবধানে ফের প্রশাসনিক বৈঠক করতে পশ্চিম মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের তিন জেলায় সভা রয়েছে। মূলত প্রশাসনিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী। সব কিছু ঠিক থাকলে ১৬ ফেব্রুয়ারি মেদিনীপুর কলেজ-কলেজিয়েট মাঠে জনসভা করবেন মমতা। সেই জনসভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস, বিভিন্ন সরকারি প্রকল্প প্রদান করবেন তিনি বলে আশা করছে বিশিষ্ট মহল। তার আগেই জেলার প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। রদবদল হয়েছে জেলা প্রশাসনিক দপ্তরে। মুখ্যমন্ত্রী আসার আগে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক আয়েষা রানী বদলি হয়েছেন। রদবদল হয়েছে বিভিন্ন থানার আধিকারিকদের। সম্প্রতি জেলার আনন্দপুরে রাজনৈতিক সমাবেশ করে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মেদিনীপুরে প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী। শাসকদলের গোষ্ঠী কোন্দল কেশপুরে কিছুটা স্থিতিশীল হলেও নতুন করে মাথাচাড়া দিয়েছে খোদ মেদিনীপুর শহরে। পৌরসভার কাউন্সিলররা দুই দলে বিভক্ত। বিদ্রোহ শুরু হয়েছে শাসকদলের অন্দরে। সেই গোষ্ঠী কোন্দল মুখ্যমন্ত্রীর সফরের আগে মেটাতে তৎপর হয়েছে জেলা নেতৃত্ব। তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি জানিয়েছেন, 'নেতাদের নিয়ে বৈঠকে আলোচনা করে দ্রুত মিটিয়ে ফেলা হবে মনোমালিন্য।'