নিজস্ব সংবাদদাতা: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয় বাংলাদেশের ভাষা আন্দোলনের জন্য। এই আন্দোলনে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির বিশাল গুরুত্ব রয়েছে। তৎকালীন পাকিস্তানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার অধিকার আদায়ের জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে ঢাকায় এক বিশাল মিছিলের আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল করেন। তবে তখন ঢাকায় জারি ছিল ১৪৪ ধারা। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ ১৪৪ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। যার ফলে একাধিক মানুষ নিহত ও আহত হন।