নিজস্ব সংবাদদাতাঃ অবৈধ অভিবাসীরা কি পাসপোর্ট এবং আধার কার্ড সংগ্রহ করে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে তাদের অবস্থানকে বৈধতা দিচ্ছে? গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে যে তারা জাল পরিচয়ে বৈধ ভারতীয় পাসপোর্ট এবং আধার কার্ড বহনকারী বেশ কয়েকটি অবৈধ অভিবাসীকে আটক করেছে। এএনএম নিউজ কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস পরীক্ষা করে জানায় যে কাগজপত্রের উপর ভিত্তি করে পাসপোর্ট ইস্যু করা হয়। আঞ্চলিক পাসপোর্ট কর্মকর্তার সঙ্গে যুক্ত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উল্লেখ করেন, ওই ব্যক্তিদের পরিচয়পত্র যাচাই করা পুলিশের দায়িত্ব। তবে সাধারণত পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের অনেক আগেই পাসপোর্ট ইস্যু করা হয়। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার পরিচয়পত্রের পরে পাসপোর্ট ইস্যু করা হয়। অবৈধ অভিবাসীরা কীভাবে আসল আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার পরিচয়পত্র সংগ্রহ করতে পারছেন তা সবচেয়ে বড় প্রশ্ন। সীমান্তবর্তী গ্রামগুলোতে বসবাসকারী স্থানীয়রা অবশ্য এএনএম নিউজকে বলেছেন যে গত কয়েক বছরে এই অঞ্চলগুলোর জনসংখ্যার পরিবর্তনের অভিযোগ রয়েছে।