নিজস্ব সংবাদদাতাঃ সোমবার টোকিও অলিম্পিকে দেশের প্রতিনিধিত্বকারী সকল অ্যাথলিটদের একটি বিশেষ অনুরোধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সকল অ্যাথলিটদের বলেন, ২০২৩ সালের স্বাধীনতা দিবসের মধ্যে প্রত্যেককে ৭৫টি স্কুলে যেতে এবং সেখানে গিয়ে শিশুদের অপুষ্টি সম্বন্ধে সচেতন করতে। এছাড়া প্রধানমন্ত্রী স্কুলের শিশুদের সঙ্গে ভারতের সকল অলিম্পিয়ানদের খেলতেও অনুরোধ করেছেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের অফিস থেকে টুইট করে বিষয়টি জানানো হয়েছে।