নিজস্ব সংবাদদাতাঃ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়ায় বৃহস্পতিবার ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পাপুয়া প্রদেশের রাজধানী জয়াপুরা থেকে ১০ কিলোমিটার গভীরে। জয়াপুরার দুর্যোগ সংস্থার প্রধান আসেপ খালিদ এক বিবৃতিতে বলেন, "ভূমিকম্পের ফলে ভবনটি ধসে পড়ার সময় চারজন একটি ক্যাফেতে ছিলেন।" তিনি আরও জানান, 'দুই থেকে তিন সেকেন্ডের জন্য ভূমিকম্পটি তীব্রভাবে অনুভূত হয়েছিল, যার ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।'