নিজস্ব সংবাদদাতাঃ সোমবার টোকিও অলিম্পিকে দেশের প্রতিনিধিত্বকারী সকল অ্যাথলিটদের সম্বর্ধনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়া প্রসঙ্গে টুইট করলেন ভারতের মহিলা হকি দলের অধিনায়ক রানী রামপাল। রানী টুইটারে লিখেছেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে পারাটা খুবই গর্বের বিষয়। ধন্যবাদ স্যার আমাদের উদ্বুদ্ধ করার জন্য’। গতকালের অনুষ্ঠানে ভারতের মহিলা হকি দলের তরফ থেকে প্রধানমন্ত্রীর হাতে উপহারস্বরূপ একটি হকি স্টিক তুলে দেন অধিনায়ক রানী।