মৃত্যুর পরেও অমর শিল্পী, মেলায় শোভা পাচ্ছে প্রয়াত কেকে-র ৭০ ফুটের পোস্টার, রইলো ভিডিও

author-image
Harmeet
New Update
মৃত্যুর পরেও অমর শিল্পী, মেলায় শোভা পাচ্ছে প্রয়াত কেকে-র ৭০ ফুটের পোস্টার, রইলো ভিডিও

নিজস্ব সংবাদদাতা : মত্যুর পরেও বেঁচে থাকা সম্ভাব। কীভাবে? কাজ দিয়ে। মাস আটেক আগে কলকাতায় এক অনুষ্ঠানে এসে প্রাণ হারান জনপ্রিয় সিঙ্গার কেকে। তবে, তিনি আজও রয়েছেন মানুষের মনের মণিকোঠায়। একজন শিল্পী অমরত্ব লাভ করেন তার শিল্প কর্ম দিয়ে। ঠিক সেভাবেই গানের মধ্য দিয়ে আজও আমাদের মধ্যে রয়েছেন কেকে। তাকে যে মানুষ ভোলেনি, তার জনপ্রিয়তা এখনও কতটা তা আরো একবার প্রমাণিত। প্রমাণ মিললো পশ্চিম মেদিনীপুর জেলার নাড়াজোল অজিত ভুঁইয়া স্মৃতি মেলায়। প্রয়াত শিল্পীর ৭০ ফুটের একটি পোস্টার শোভা পাচ্ছে মেলা প্রাঙ্গণে। পোস্টারটি বানিয়েছেন চিত্রশিল্পী বিমান আদক ও তার ছাত্রছাত্রীরা। এই পোস্টারটি সবচেয়ে বড় পোস্টার প্রয়াত সিঙ্গার কেকে-র। ৭০ লিটার রঙে রাঙানো হয়েছে শিল্পীর ৭০ ফুটের পোস্টারটি। মেলার এই পোস্টার এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন আপনিও।