National Science Day: রমন এফেক্ট আবিষ্কারের পিছনের গল্প কী?

author-image
Harmeet
New Update
National Science Day: রমন এফেক্ট আবিষ্কারের পিছনের গল্প কী?

নিজস্ব সংবাদদাতাঃ সমাজের অগ্রগতির জন্য বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। বিজ্ঞানের এই অবদানের কথা মাথায় রেখেই ২৮ ফেব্রুয়ারি পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস। জানা যায়, ১৯২১ সালে ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন স্যার সিভি রমন। সেই সময় ভূমধ্যসাগরের জলের রং দেখে তাঁর বেশ কিছু প্রশ্ন আসে মনে। তারপরেই ট্রান্সপারেন্ট সারফেস নিয়ে গবেষণা শুরু করেন তিনি। বরফের টুকরো বা আইস ব্লকের মধ্যে দিয়ে আলো গেলে ওয়েভলেংথে পরিবর্তনের বিষয়টি নজরে আসে তাঁর। তারপরেই দীর্ঘ গবেষণার পর রমন এফেক্ট-এর আবিষ্কার করেন তিনি। বিজ্ঞানচর্চায় এই আবিষ্কার নতুন দিগন্ত খুলে দেয়। দৈনিক জীবনে বিজ্ঞানের গুরুত্বের কথা মাথায় রেখে এই দিনটি পালন করা হয়ে থাকে। মানবজাতির উন্নতির স্বার্থে বিজ্ঞানের ক্ষেত্রে যা কাজ হচ্ছে, যা চেষ্টা করা হয়েছে, এতদিন পর্যন্ত যা যা সাফল্য এসেছে সব কিছু স্মরণ করতেই পালিত হয় এই দিনটি। জনমানসে বিজ্ঞানচেতনা বাড়ানোর জন্যও এই দিনটি পালন করা হয়।