নিজস্ব সংবাদদাতা: বিচারপতি রাজাশেখর মান্থা এজলাসে বিশৃঙ্খলা এবং সিপির রিপোর্টে সন্তুষ্ট নন। বিচারপতি রাজাশেখর মান্থা বলেন,' এজলাসে যে আইনজীবী যাবেন না বলে যিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, শীর্ষ স্থানীয় সেই ব্যক্তিকে বলুন, এটা ঠিক হচ্ছে না। প্রয়োজনে ১৩ নম্বর এজলাসের জন্য প্যানেল তৈরি করে দেব। ফুটেজ দেখে গন্ডগোলে যুক্ত আইনজীবীদের চিহ্নিত করতে হবে। শনাক্তকরণে রাজ্য বার কাউন্সিলকে সহযোগিতা করবে ৩টি সংগঠন'।