নিজস্ব সংবাদদাতা: পেরুতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় ৫৮৫টি সামুদ্রিক সিংহ এবং ৫৫ হাজার বন্য পাখি এইচ৫এন১ বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। সেরনানপ ন্যাচারাল এরিয়া প্রটেকশন এজেন্সি জানিয়েছে, আটটি সুরক্ষিত উপকূলীয় এলাকায় মৃত পাখির সন্ধান পাওয়ার পর রেঞ্জাররা বার্ড ফ্লুর সন্ধান পেয়েছেন। উল্লেখ্য জানা গেছে, মৃত পাখির মধ্যে পেলিকান, বিভিন্ন ধরনের গুল এবং পেঙ্গুইন রয়েছে।