ফের ধস নামল অন্ডালের খনি অঞ্চলে

author-image
Harmeet
New Update
ফের ধস নামল অন্ডালের খনি অঞ্চলে




নিজস্ব প্রতিনিধি, অন্ডাল :
দীর্ঘদিন ধরে অন্ডাল এলাকায় ধসের ঘটনা সামনে এসেছে। বছর দুয়েক ধরে অন্ডালের হরিশপুর গ্রামে ধসের আতঙ্কে আতঙ্কিত গ্রামবাসী গ্রাম ছাড়া। ইসিএলের দরজায় দরজায় ঘুরেও মেলেনি পুনর্বাসন। তাই আজও বাধ্য হয়েই আতঙ্কে বাস করতে বাড়ি ফিরছেন গ্রামের বেশ কিছু মানুষ। এর মধ্যেই অন্ডালের পড়াশকোল এলাকায় ধসের ঘটনা সামনে এসেছে। বুধবার আবার ধসের ঘটনা সামনে এলো অন্ডালের মুকুন্দপুর ৪ নম্বর কোড়াপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গতকাল থেকে মুকুন্দপুর এলাকার একটা পরিত্যক্ত খনি যা ২০০৮-০৯ সাল থেকে বন্ধ রয়েছে, খনির জল নিষ্কাশনের জন্য পাম্প লাগানো হয়েছিল। গতকাল পাম্প লাগানোর পরে হঠাৎ ধসের ঘটনা সামনে আসে । গ্রামবাসীদের অভিযোগ, পাম্প লাগানোর ফলেই ধসের ঘটনা ঘটেছে এলাকায় । স্থানীয় বাসিন্দা সুমিতা কোড়া, তপন কোড়া ও সীমান্ত কোড়ারা জানান, 'জল নিষ্কাশনের জন্য যে পাম্প লাগানো হয়েছিল সে কারণেই এলাকায় ধস হয়েছে।' তাঁদের অভিযোগ, বহু বছর ধরে তারা এই এলাকায় বাস করছেন কিন্তু ধসের ঘটনা এই প্রথম সামনে এলো তাদের এলাকায়। আনুমানিক মুকুন্দপুর ৪ নম্বর কোড়া কোরাপ পারার একেবারে চল্লিশ মিটার দূরে ধসের ঘটনা ঘটেছে। আতঙ্কিত গ্রামবাসীরা এসে বুধবার সকালবেলা ইসিএলের অস্থায়ী পাম্প হাউস ভেঙে ফেলে। এদিকে পরিস্থিতি উত্তেজনা পূর্ণ হওয়ায় ঘটনাস্থলে পৌঁছেছে অন্ডাল থানার পুলিশ । যদিও ঘটনাস্থলে এখনও কোনও ইসিএল আধিকারিক পৌঁছায়নি বলে দাবি গ্রামবাসীদের । গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই এলাকায় পাম্প হাউসটি বন্ধ করা হোক এবং ধস কবলিত স্থান মাটি দিয়ে ভরাট করা হোক। কেননা ঐসব এলাকায় গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে । গ্রামবাসীদের হুঁশিয়ারি, অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে এলাকায় ।