New Update
নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলনের জন্য জেলে অবধি যেতে হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে। নিজেই জানিয়েছেন সেই কথা। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলনে কোনও বাধা নেই বলে দাবি করে কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, কেন্দ্রশাসিত অঞ্চলে জাতীয় পতাকা উত্তোলনের জন্য তিনি একবার জেলে গিয়েছিলেন। আইআইটি গুয়াহাটিতে জি-২০ ইন্ডিয়ার অধীনে প্রথম ওয়াই-২০ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, '২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমি বিজেপির যুব শাখার সভাপতি ছিলাম। আমি জাতীয় পতাকা উত্তোলনের জন্য কলকাতা থেকে কাশ্মীর পর্যন্ত যাত্রা করেছিলাম। জম্মু ও কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমাকে জেলে রাখা হয়েছিল। আজ আমি দেখছি জম্মু ও কাশ্মীর একটি আলাদা রাজ্য যেখানে এই ধরনের কোনও বিধিনিষেধ নেই।'
india
jail
jammu kashmir
Jammu
news
anurag thakur
anmnews
national flag
bengalinews
latestnews
breakingnews
TrendingNews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate