নিজস্ব সংবাদদাতাঃ হাওয়া অফিস বলছে, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণেও হতে পারে একই পরিস্থিতি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি বা তার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে রাজ্যে তাপমাত্রার পারদ আরও বাড়বে। পাকাপাকিভাবে বিদায় নেবে শীত। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় গরম পড়তে শুরু করেছে।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা-
• পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।