নিজস্ব সংবাদদাতাঃ তুরস্ক ও সিরিয়ায় সোমবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৭ হাজার ৯২৬ জনে দাঁড়িয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। 'হোয়াইট হেলমেটস' নামে পরিচিত সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, উত্তর-পশ্চিম সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২২০ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে। হোয়াইট হেলমেটস আরও বলেছে, ধ্বংসস্তূপের নিচে শত শত পরিবারের উপস্থিতির কারণে নিহত ও আহতদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় অন্তত ৮১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, তুরস্কে অন্তত ৫ হাজার ৮৯৪ জন নিহত ও ৩৪ হাজার ৮১০ জন আহত হয়েছেন।