নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার খারকিভে অন্তত ছয়টি বিস্ফোরণ হয়েছে। খারকিভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিহুবভ বলেন, "খারকিভের মধ্যাঞ্চলে শত্রুর ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ৬ থেকে ১০টি এস-৩০০ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।" সিনিহুবভ বলেন, "ক্ষতিগ্রস্থদের সম্পর্কে তথ্য এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পরিষ্কার করা হচ্ছে। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানানো হয়েছে।" খারকিভের মেয়র ইহর তেরেখোভ বলেন, 'শহরের কিয়েভস্কি জেলার একটি শিল্প কারখানা ধর্মঘটে ক্ষতিগ্রস্ত হয়েছে।'