নিজস্ব সংবাদদাতাঃ ডেনমার্কের কন্টেইনার শিপিং ফার্ম মারস্ক জানিয়েছে, সোমবারের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং টার্মিনালের কন্টেইনারে আগুন লাগার পর তুরস্কের ইস্কেন্দেরুন বন্দর বন্ধ রয়েছে। সূত্রে খবর, "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইস্কেন্দেরুন বন্দর বন্ধ থাকবে, কারণ দলগুলো দুর্যোগ এবং পরবর্তী অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি মেরামত করার চেষ্টা করছে।" মারস্ক মঙ্গলবার এক আপডেট বিবৃতিতে বলেছে। মারস্ক বলেছে যে কখন কার্যক্রম পুনরায় শুরু হবে তা স্পষ্ট নয় এবং তারা জাহাজগুলো সরিয়ে নেওয়া সহ জরুরি পরিকল্পনা তৈরি করার চেষ্টা করছে।