নিজস্ব সংবাদদাতাঃ সিরিয়ার উত্তরাঞ্চলে সোমবারের ভয়াবহ ভূমিকম্পের পর বাড়ির ধ্বংসস্তূপ থেকে এক শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, যখন শিশুটি পাওয়া যায় তখন তার নাভির কর্ডটি তার মায়ের সঙ্গে সংযুক্ত ছিল। ধারণা করা হচ্ছে, সন্তান প্রসবের পর তার মা মারা যান। শিশুটি এখন আফরিন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রে খবর, শিশুটি তার নিকটতম পরিবারের একমাত্র বেঁচে থাকা ব্যক্তি। ভূমিকম্পে সমতল হয়ে যাওয়া একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনে থাকতেন তারা।