বকেয়া বেতন না মেলায় জেলাশাসককে ঘিরে বিক্ষোভ হাসপাতালের অস্থায়ী কর্মীদের

author-image
Harmeet
New Update
বকেয়া বেতন না মেলায় জেলাশাসককে ঘিরে বিক্ষোভ হাসপাতালের অস্থায়ী কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতালে 'MOTHER'S HUT' তথা 'মায়ের ঘর' নামের প্রকল্পের উদ্বোধনে গিয়ে হাসপাতালের অস্থায়ী কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন জেলাশাসক আয়েশা রানী। জেলাশাসকের সাথে ছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ,ঘাটাল মহকুমাশাসক থেকে হাসপাতালের সুপার সহ একাধিক আধিকারিকরা। হাসপাতাল চত্ত্বরে জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকদের ঘিরে ধরে তাদের বকেয়া বেতন মেটানোর দাবি জানান অস্থায়ী কর্মীরা। ঘটনায় অস্বস্তিতে পড়ে জেলাশাসককে বলতে শোনা যায়, 'প্রবলেম সলভ করে দিতে হবে, যখন আসছি এভাবে ঘিরে ধরছে এটা তো হবে না। একবার তো আমি মিটিং করে বলেছিলাম, যাদের দেওয়ার কথা অনেকটাই তো মিটিয়েছে। ডেপুটি সুপরাকে তো দায়িত্ব দিয়েছিলাম তখন।' ঘটনায় উপস্থিত অন্যান্য আধিকারিকদের সামনে রীতিমতো কড়া নির্দেশ দেন জেলাশাসক আয়েশা রানী। জানা যায়, করোনার সময় ঘাটাল মহকুমা হাসপাতালে আলাদা করোনা হাসপাতাল গঠন করা হয়েছিল। সেখানে ঠিকাদার সংস্থা মারফত একাধিক অস্থায়ী কর্মী নিয়োগ হয়, সংখ্যাটা প্রায় ৩৪। করোনা মিটতেই সেই হাসপাতাল বন্ধ হয়ে গেলে কাজ হারায় এই সকল অস্থায়ী কর্মীরা। এমনকি তাদের বেতনও মেটানো হয়নি বলে অভিযোগ। এ নিয়ে একাধিক বার জেলা থেকে মহকুমা প্রশাসন এমনকি ঘাটালের সাংসদ দেব-কেও সমস্যার কথা জানিয়ে দ্রুত সমাধানের আর্জি জানিয়েছিল অস্থায়ী কর্মীরা এমনই দাবি তাদের। প্রসঙ্গত আজ ঘাটাল মহকুমা হাসপাতালে 'MOTHER'S HUT' বা 'মায়ের ঘর' নামের হাই রিস্ক প্রসূতি মায়েদের ডেলিভারির আগে থাকার জন্য তৈরি হওয়া বিশেষ ওয়ার্ডের উদ্বোধনে আসেন জেলাশাসক আয়েশা রানী সহ একাধিক আধিকারিকরা। এদিকে জেলা শাসককে সামনে পেয়ে তাকে ঘিরে ধরে সমস্যার কথা জানান হাসপাতালের অস্থায়ী কর্মীরা। যদিও জেলাশাসক তাদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান অস্থায়ী কর্মীরা।