নিজস্ব সংবাদদাতাঃ সামাজিক মাধ্যমে ফের সাধারণ মানুষের কথা তুলে ধরলেন ভিভিএস লক্ষ্মণ। মঙ্গলবার সামাজিক মাধ্যমে ভারতের প্রাক্তন ক্রিকেটার লিখেছেন ৭৪ বছর বয়সী সীতারাম রাজপুতের কথা। মধ্যপ্রদেশের হাদুয়া গ্রামের এই বৃদ্ধ একার হাতে কুয়ো খুঁড়ছেন। সীতারামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লক্ষ্মণ। সেই সঙ্গে তার পাশে থাকার জন্য অনুরোধ করেছেন কর্তৃপক্ষকে।