জন্মাষ্টমীর পুজোয় এই জিনিসগুলি অবশ্যই পালন করুন

author-image
Harmeet
New Update
জন্মাষ্টমীর পুজোয় এই জিনিসগুলি অবশ্যই পালন করুন

​নিজস্ব সংবাদদাতাঃ ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উৎসব হিসাবে পালিত হয় জন্মাষ্টমী। এইদিনে ভক্তরা শ্রীকৃষ্ণের উপাসনা করেন, উপবাস রাখেন। এই ব্রত পালনের সময় শ্রীকৃষ্ণের মূর্তির কাছে এই জিনিস গুলি অবশ্যই রাখতে হয়। 

​বাঁশী, ময়ূরের পালক, মাখন। মনে করা হয় এই জিনিস গুলি পেলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন। এছাড়া যারা ভগবান শ্রীকৃষ্ণে বিশ্বাসী তারা ওই জিনিস গুলির সঙ্গে তুলসীর মালাও রাখুন। এবং তারা বাড়িতে তুলসীর গাছ লাগান।