নিজস্ব সংবাদদাতাঃ স্পেন ও ফ্রান্স সোমবার ঘোষণা করেছে যে তারা বিধ্বংসী ভূমিকম্পের পরে সহায়তার জন্য তুরস্কে উদ্ধারকর্মী প্রেরণ করবে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধার কাজে সহায়তার জন্য ১৩৯ জন ফরাসি বেসামরিক নিরাপত্তা কর্মী তুরস্কের উদ্দেশে রওনা হবেন। দারমানিন বলেন, 'প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের অনুরোধে এই প্রতিক্রিয়া এসেছে এবং এটি ইউরোপীয় সংহতি প্রক্রিয়ার অংশ। এই ভয়াবহ পরিস্থিতিতে ফ্রান্স তুরস্কের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে।' স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করতে ৮৫ জন বিশেষজ্ঞের একটি দল তুরস্কে পাঠাবে স্পেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক জরুরী ইউনিটের ৫০ জন সদস্য নিয়ে একটি দল দক্ষিণ স্পেনের মোরন বিমান বাহিনী ঘাঁটি থেকে রওনা হবে। মাদ্রিদের কাছে টোরেজন বিমান বাহিনী ঘাঁটি থেকে মাদ্রিদ আঞ্চলিক সরকারের ইমার্জেন্সি রেসপন্স ইউনিটের ৩৫ জন সদস্য নিয়ে দ্বিতীয় দল একটি ফ্লাইটে রওনা দেবে।