তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের 'তাৎক্ষণিক প্রতিক্রিয়া' দেওয়ার অনুমোদন দিয়েছেন বাইডেন

author-image
Harmeet
New Update
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের 'তাৎক্ষণিক প্রতিক্রিয়া' দেওয়ার অনুমোদন দিয়েছেন বাইডেন

নিজস্ব সংবাদদাতাঃ তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, "তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের প্রাণহানির খবরে জিল ও আমি গভীরভাবে শোকাহত। আমার প্রশাসন আমাদের ন্যাটো মিত্র তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং আমি তাৎক্ষণিক ভাবে মার্কিন প্রতিক্রিয়া জানানোর অনুমতি দিয়েছি।" বাইডেন বলেন, 'তুরস্কের অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সহায়তা এবং ভূমিকম্পে আহত ও বাস্তুচ্যুতদের চাহিদা মেটাতে আমাদের দলগুলো দ্রুত মোতায়েন করা হচ্ছে।'