নিজস্ব সংবাদদাতা: মানিক ভট্টাচার্যের জরিমানার নির্দেশ বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ৭ দিনের মধ্যে জরিমানার ২লক্ষ টাকা জমা দিতে হবে প্রাক্তন পর্ষদ সভাপতিকে জানিয়ে দিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার। বিচারপতি জানান,'মানিক ভট্টাচার্যকে হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে এই টাকা জমা দিতে হবে এবং এই মামলার ফল মানিকের পক্ষে গেলে তাঁকে সব টাকা ফেরত দেবে কোর্ট'।