এয়ারলিফট করে আনা হবে ৫০০'র বেশি ভারতীয়কে

author-image
Harmeet
New Update
এয়ারলিফট করে আনা হবে ৫০০'র বেশি ভারতীয়কে

নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তান দখল করেছে তালিবানরা। সেখানে আটকে পড়েছেন বহু মানুষ। তাঁদের উদ্ধারে এগিয়ে এল ভারত। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই কাবুলে পৌঁছেছে বায়ুসেনার বিশেষ বিমান, সি-১৭ গ্লোবমাস্টার। অন্তত ৫০০ জন ভারতীয়কে এয়ারলিফট করে আনা হবে বলে জানা গিয়েছে। আটকে পড়া ভারতীয়দের মধ্যে রয়েছেন আইটিবিপি জওয়ান ও অন্যান্য আধিকারিক।