নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তান দখল করেছে তালিবানরা। সেখানে আটকে পড়েছেন বহু মানুষ। তাঁদের উদ্ধারে এগিয়ে এল ভারত। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই কাবুলে পৌঁছেছে বায়ুসেনার বিশেষ বিমান, সি-১৭ গ্লোবমাস্টার। অন্তত ৫০০ জন ভারতীয়কে এয়ারলিফট করে আনা হবে বলে জানা গিয়েছে। আটকে পড়া ভারতীয়দের মধ্যে রয়েছেন আইটিবিপি জওয়ান ও অন্যান্য আধিকারিক।