নিজস্ব সংবাদদাতাঃ সোমবার বেঙ্গালুরুতে শুরু হল ইন্ডিয়া এনার্জি উইক ২০২৩ ইভেন্ট। এই ইভেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি যোগ দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট এবং মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও। এদিন এই ইভেন্টে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা একটি বিনিয়োগকারী বান্ধব ইভি নীতি নিয়ে এসেছি। কর্ণাটক ইথানলের উচ্চ উৎপাদক। ২০২৫ সালের মধ্যে ইথানলের ২০% উৎপাদনের লক্ষ্য রয়েছে আমাদের। কর্ণাটক হল ভারতের সর্বোচ্চ নবায়নযোগ্য শক্তি প্রস্তুতকারক রাজ্য। কর্ণাটকে দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বৈদ্যুতিক যান রয়েছে।'