পথকুকুরদের অ্যান্টি rabies ভ্যাকসিন

author-image
New Update
পথকুকুরদের অ্যান্টি rabies ভ্যাকসিন

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: পথকুকুরদের অ্যান্টি rabies ভ্যাকসিন দেওয়া শুরু হলো আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায়। বীরপাড়া অ্যানিম্যাল রেসকিউ গ্রুপের সদস্যরা পথকুকুরদের ভ্যাকসিন দিতে শুরু করেছেন। তাঁরা জানান, চিকিৎসকের পরামর্শ মেনে পথকুকুরদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এতে কুকুরদের পাশাপাশি লাভ হবে স্থানীয় বাসিন্দাদেরও। কারণ অ্যান্টি rabies ভ্যাকসিন দেওয়া কুকুর কামড়ে দিলেও জলাতঙ্কের সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাঁরা জানান, গোটা বীরপাড়ায় কমবেশি ৪০০ কুকুর রয়েছে। সপ্তাহে একদিন করে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি চলবে।