নিজস্ব সংবাদদাতাঃ জন্মাষ্টমী হিন্দুদের কাছে একটা গুরুত্বপূর্ণ উৎসব। এদিন শ্রীকৃষ্ণ মর্তে মানবরূপে আবির্ভূত হয়েছিলেন বলেই এই দিনটিতে জন্মাষ্টমী পালন করা হয়। এই বছর ২০২১ সালে ৩০-শে অগাস্ট হিন্দুরা পালন করবেন জন্মাষ্টমী। ১১.৪৭ মিনিট থেকে ১২.৩২ মিনিট পর্যন্ত পালিত হবে এই পুজা। কথিত আছে এই সময় শ্রীকৃষ্ণের জন্ম হয়। তাই এই নির্দিষ্ট সময়েই পুজা করা হয়।