নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য মেরামত কর্মীরা ২৪ ঘণ্টা কাজ করছেন। ইউক্রেনে আগ্রাসনের অংশ হিসেবে রাশিয়া গত অক্টোবরে জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর দিকে মনোনিবেশ করার পর থেকে ইউক্রেনের গ্রিডে ব্যাপক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি বলেন, 'মেরামতের কাজ চলছে। এই মুহূর্তে ওডেসা অঞ্চলের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন।'