নিজস্ব সংবাদদাতাঃ সাম্প্রতিক ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 'হাজার হাজার' বন্দীকে ক্ষমা করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। তবে আয়াতুল্লাহ আলি খামেনি কর্তৃক অনুমোদিত ক্ষমা শর্তসহ এসেছে। জানা গিয়েছে, ইরানে আটক অসংখ্য দ্বৈত নাগরিকের কারও ক্ষেত্রে এই পদক্ষেপ প্রযোজ্য হবে না। জানা গিয়েছে, 'পৃথিবীতে দুর্নীতির' অভিযোগে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যাদের মধ্যে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদেরও ক্ষমা করা হবে না। এছাড়া 'বিদেশি এজেন্সির জন্য গুপ্তচরবৃত্তির' অভিযোগে অভিযুক্ত বা 'ইসলামি প্রজাতন্ত্রের প্রতি বিদ্বেষী গোষ্ঠীর সঙ্গে যুক্ত' ব্যক্তিদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে না বলে জানা গিয়েছে।