নিজস্ব সংবাদদাতাঃ চলতি সপ্তাহান্তে অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলে তুষারধসে অন্তত আটজন নিহত হয়েছেন। ভিয়েনায় স্কুল ছুটির সময় স্কি রিসোর্টগুলো ভরাট হয়ে যাওয়ায় এই মৃত্যুর খবর পাওয়া গেছে। টাইরোল ও ভোরালবার্গ অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, বাতাস ও তুষারপাতের কারণে তুষারধসের ঝুঁকি বেশি। জানা গিয়েছে, তুষারধসের সময় জিরস ও লেচ অ্যাম আর্লবার্গের মধ্যবর্তী ট্রিটকোফ পর্বতের স্কি ঢালে ১০ জনকে খুঁজতে দেখা যায়।