সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: ক্যানসার হাসপাতাল তৈরি করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মোট দুটো স্থানে করা হবে এই ক্যানসার হাসপাতাল। সেই মতো কলকাতার এসএসকেএম ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে চিহ্নিত করা হয়েছিল। সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে আসেন পূর্ত দপ্তরের মুখ্য স্থপতি বিনীত গুপ্ত। এদিন তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা মেডিকেল কলেজ পরিদর্শনে চলে আসেন।
টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালের সঙ্গে মিলিত হয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে রাজ্যে দুটি ক্যানসার হাসপাতাল তৈরি করা হবে। সেই অনুযায়ী মেডিকেল কলেজের মর্গ পার্শ্বস্থ ৬০০০ বর্গ মিটার এলাকা চিহ্নিত করা হয়েছে। বিনীত গুপ্ত ছাড়াও মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, সুপার ডঃ সঞ্জয় মল্লিক, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিন সন্দীপ সেনগুপ্ত সহ উত্তরবঙ্গের পূর্ত দপ্তরের আধিকারিকরা এদিন এলাকা পরিদর্শন করেন। তাঁরা জানান, এরপর এখানকার মাটি পরীক্ষা করে দেখা হবে। প্রথম পর্যায়ে এখানে ১০০ শয্যার হাসপাতালে তৈরি হবে বলে জানানো হয়েছে।