বাগদাদ সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

author-image
Harmeet
New Update
বাগদাদ সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দ্বিপক্ষীয় সম্পর্ক ও জ্বালানি সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করতে রবিবার বাগদাদে পৌঁছাবেন। এক বিবৃতিতে আহমেদ আল-সাহাফ বলেন, "তেল ও গ্যাস কোম্পানিগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া ল্যাভরভ সোমবার ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ হুসেনের সঙ্গে বৈঠক করবেন।" সাহাফ বলেন, 'ল্যাভরভের সফর রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক এবং বিনিয়োগের সুযোগ, বিশেষ করে জ্বালানি খাতে উৎসাহিত করার ওপর গুরুত্ব আরোপ করবে।'