নিজস্ব সংবাদদাতাঃ আবারও অস্বস্তিতে বিহার সরকার। জানা গিয়েছে, রবিবার বিহারের কাটিহারের কোরহা ব্লকের দিঘারি পঞ্চায়েতের বাসিন্দারা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের 'সমাধান যাত্রায়' মুখ্যমন্ত্রীরই বিরুদ্ধে স্লোগান দেন। উত্তেজিত জনতা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের পোস্টারেও আগুন ধরিয়ে দেয়। ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।