নব কিশোর দাসের হত্যাকাণ্ড ওড়িশায় 'অরাজকতা' প্রদর্শন করে: ধর্মেন্দ্র প্রধান

author-image
Harmeet
New Update
নব কিশোর দাসের হত্যাকাণ্ড ওড়িশায় 'অরাজকতা' প্রদর্শন করে: ধর্মেন্দ্র প্রধান

নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছরের গত ২৯ জানুয়ারি এএসআই-এর গুলিতে মৃত্যু হয় ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের। ব্রজরাজনগরে এক এএসআই তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এবার এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিজেপি নেতা রবিবার অভিযোগ করেছেন যে ওড়িশার মন্ত্রী নব দাসকে এক পুলিশ কর্মীর গুলি করার ঘটনা "রাজ্যে অরাজকতার প্রমাণ" করে। এই হত্যাকাণ্ড নিয়ে রাজ্য পুলিশের ডিজিপি বলেন, 'ভগবান জগন্নাথ ছাড়া আর কেউ মন্ত্রীর হত্যার মতো ঘটনা কল্পনা করতে পারেনি'। এই প্রসঙ্গে ধর্মেন্দ্র প্রধান বলেন, 'পুলিশের এহেন মন্তব্য রাজ্যে অরাজকতার বহিঃপ্রকাশ। ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছে, কিন্তু তদন্তে কোনও স্পষ্টতা নেই।'