নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতির আঙিনা। বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণ নিয়ে শাসকদলকে বিরোধীরা তীব্র কটাক্ষ করে চলেছে। এদিন বামফ্রন্ট নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, 'শুধু বীরভূম নয়, গোটা রাজ্যই বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে। প্রায় দিনই বোমা ফাটছে, মানুষ মারা যাচ্ছে। পুলিশমন্ত্রী পুলিশ কর্তাদের তলব করছেন না কেন?'