১২-১৭ বছর বয়সীদের কোভিড-১৯ ভ্যাকসিন দিতে সুপারিশ করল জার্মান প্যানেল

author-image
New Update
১২-১৭ বছর বয়সীদের কোভিড-১৯ ভ্যাকসিন দিতে সুপারিশ করল জার্মান প্যানেল

নিজস্ব প্রতিনিধি: জার্মানির ভ্যাকসিন উপদেষ্টা কমিটি আরও সুরক্ষা তথ্য এবং আরও সংক্রামক ডেল্টা ভেরিয়েন্টদ্বারা সৃষ্ট ঝুঁকির কথা উল্লেখ করে সোমবার সুপারিশ করেছে যে ১২-১৭ বছর বয়সী সমস্ত শিশু ও কিশোরদের কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হোক। এসটিআইসিও নামে পরিচিত এই কমিটি এর আগে সুপারিশ করেছিল যে শুধুমাত্র আগে থেকে রোগ লক্ষণযুক্ত শিশু ও কিশোর-কিশোরীদেরই করোনাভাইরাস ভ্যাকসিন দেওয়া হোক।