Tripura election: '২০১৮-র চেয়ে আরও বেশি আসন পাবো', দাবি মানিক সাহার

author-image
Harmeet
New Update
Tripura election: '২০১৮-র চেয়ে আরও বেশি আসন পাবো', দাবি মানিক সাহার



নিজস্ব সংবাদদাতাঃ
আগামী ১৬ জানুয়ারি রাজ্যের ৬০টি আসনের সবকটিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপি ৫৫টি বিধানসভা আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। বাকি পাঁচটি আসন জোটসঙ্গী ইনডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার জন্য ছেড়ে দিয়েছে বিজেপি। এদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহা বারদোওয়ালি আসন থেকে লড়বেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরা নির্বাচন ২০২৩-কে সামনে রেখে আগরতলার গোয়ালা বস্তি ও মাস্টারপাড়া এলাকায় জোরকদমে ডোর টু ডোর প্রচার চালাচ্ছেন। বিজেপি কি ফের ক্ষমতায় আসবে? প্রশ্নের উত্তরে মানিক সাহা বলেন, 'খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে। জনগণ যেভাবে আমাদের সমর্থন করছে তা ২০১৮ সালের চেয়েও অনেক বেশি। এটা দেখায় যে আগামী দিনগুলিতে আমরা কতগুলি আসন পাবো। গতবারের চেয়ে অনেক বেশি আসন পাবো আমরা। ডাবল ইঞ্জিন সরকারের কাজের কারণে জনগণ আমাদের সমর্থন করছে।'