old_সর্বশেষ খবর আইওসি’র তরফ থেকে টোকিও অলিম্পিকে পদক জয়ীরা পুরস্কারস্বরূপ কত টাকা পেলেন জানেন? Harmeet 16 Aug 2021 16:51 IST Follow Us New Update নিজস্ব সংবাদদাতাঃ রবিবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে টোকিও অলিম্পিকে পদক জয়ী ভারতীয় অ্যাথলিটদের সম্বর্ধনা জানানো হয়। সেখানে সোনা জয়ী নীরজের হাতে তুলে দেওয়া হয় ৭৫ লাখ টাকার চেক, রূপো জয়ী মীরাবাঈ চানুর হাতে তুলে দেওয়া হয় ৪০ লাখ টাকার চেক এবং ব্রোঞ্জ পদক জয়ী পিভি সিন্ধুকে পুরস্কারস্বরূপ দেওয়া হয় ২৫ লাখ টাকার চেক। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর-সহ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। neeraj chopra Mirabai Chanu Sports pv sindhu indian olympic association Tokyo Olympics 2020 Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন