শ্রাবণের শেষ সোমবারে বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ল

author-image
Harmeet
New Update
শ্রাবণের শেষ সোমবারে বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ল

রাহুল পাসোয়ান, আসানসোলঃ হিন্দু ধর্মে একেকটি মাসের একেকরকম গুরুত্ব রয়েছে। এর মধ্যে শ্রাবণ মাস বিশেষ করে ভগবান শিবের উদ্দেশে নিবেদিত। চলতি বছরের ১৮ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে, শেষ হবে আগামীকাল। চলতি বছর শ্রাবণ মাসের ৫টি সোমবার পড়ছে-- ১৯ জুলাই , ২৬ জুলাই , ২ অগাস্ট , ৯ অগাস্ট এবং আজ শেষ সোমবার ১৬ অগাস্ট ।  করোনা আবহের ফলে চলতি বছরের সোমবারে সেই রকম ভক্তের ভিড় ছিল না কিন্ত আজ শেষ সোমবারে ভক্তের ভিড় দেখা মিললো । দৃশ্যটি পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার নিয়ামতপুর , সীতারামপুর , চীনাকুড়ি , বেনাগ্রাম সহ বিভিন্ন শিব মন্দিরে শ্রবণ মাসের শেষ সোমবারে দেখা মিললো ভক্তের ভিড় ।