বাংলাদেশে প্রবেশ করেছে বিশ্বের দীর্ঘতম প্রমোদতরি ‘এমভি গঙ্গা বিলাস'

author-image
Harmeet
New Update
বাংলাদেশে প্রবেশ করেছে বিশ্বের দীর্ঘতম প্রমোদতরি ‘এমভি গঙ্গা বিলাস'



ঢাকা, হাবিবুর রহমান: ভারতীয় মালিকানাধীন বিশ্বের দীর্ঘতম প্রমোদতরি ‘এমভি গঙ্গা বিলাস’ এখন বাংলাদেশে। শনিবার দুপুরের দিকে মোংলা বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়েছে বিলাসবহুল পাঁচ তারকা মানের এ জাহাজটি। প্রমোদতরিতে থাকা পর্যটকদের স্বাগত জানায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী, ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা ও মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী সহ পদস্থ কর্মকর্তারা।

your image

 'গঙ্গা বিলাস' বাংলাদেশের অভ্যান্তরে থাকাকালীন নৌপরিবহন কর্তৃপক্ষ প্রটোকল রুটের নাব্য রক্ষা, বার্দিং সুবিধা নিশ্চিতকরণ ও নৌপথ ব্যবহারের জন্য ভয়েজ পারমিশন দেওয়া এবং ভয়েজ পারমিশনের সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবে। আগামী ১৩ মার্চ 'গঙ্গা বিলাসে'র ভারতের আসামের ডিব্রুগড় থেকে একই পথে ফেরার কথা রয়েছে। এর আগে শুক্রবার দুপুরে 'গঙ্গা বিলাস' সুন্দরবনের বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। মোংলা বন্দর দিয়ে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ এলাকা ঘুরবেন বিদেশি পর্যটকরা। নৌ পথে বরিশাল হয়ে মেঘনা ঘাটে অবস্থান করে সোনারগাঁও ও ঢাকায় ভ্রমণ করবেন পর্যটকরা। এরপর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে কুড়িগ্রামের চিলমারী, রংপুরের দর্শনীয় স্থানে ভ্রমণের সুযোগ থাকছে তাদের। শেষে তারা ভারতে প্রবেশ করবেন চিলমারী হয়ে। এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশের মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও গণসংযোগ বিভাগের উপ-সচিব মো. মাকরুজ্জামান।

your image