নিজস্ব সংবাদদাতা: পোপ ফ্রান্সিস শনিবার বলেছেন, দক্ষিণ সুদানের গির্জাগুলো 'নিরপেক্ষ থাকতে পারে না' তবে অন্যায় ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হতে হবে। দক্ষিণ সুদান ২০১১ সালে সুদান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও ২০১৩ সালে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। দুই প্রধান প্রতিপক্ষের মধ্যে ২০১৮ সালের শান্তি চুক্তি সত্ত্বেও, আন্তঃজাতিক লড়াই অব্যাহত রয়েছে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিককে হত্যা ও বাস্তুচ্যুত করার জন্য।