নিজস্ব সংবাদদাতাঃ হিন্ডেনবার্গ রিপোর্টের পর থেকেই আদানি গ্রুপের ওপর নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। আদানি গ্রুপের শেয়ার ক্রমাগত নিম্নমুখী। এদিকে, ভারতে আদানি গ্রুপ নিয়ে অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেইসঙ্গে প্রশ্ন তুলেছেন বিরোধীরাও। এহেন অবস্থায় ফের একবার আদানি গ্রুপ নিয়ে নীরবতা ভাঙলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, 'নিয়ন্ত্রকরা তাদের কাজ করবে। আরবিআই বিবৃতি দিয়েছে, এর আগে ব্যাঙ্ক, এলআইসি বেরিয়ে এসে আদানি গ্রুপের কাছে এক্সপোজার সম্পর্কে জানিয়েছিল। নিয়ন্ত্রকরা সরকারের থেকে স্বাধীন, তারা যা উপযুক্ত মনে করবে তাঁরা সেটাই করবে। বাজার ভালোভাবে যাতে নিয়ন্ত্রিত হয় তা নিয়ে যা করার নিয়ন্ত্রকরাই করবে।'
So the regulators will do their jobs. Actually, for keeping the market regulated well in prime condition, the SEBI is the authority and it has the wherewithal to keep that prime condition intact: Union Finance min N Sitharaman on Adani row & issue of Corporate Governance pic.twitter.com/tOWOczR8hV
— ANI (@ANI) February 4, 2023