আদানি ইস্যুতে ফের নীরবতা ভাঙলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

author-image
Harmeet
New Update
আদানি ইস্যুতে ফের নীরবতা ভাঙলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী


নিজস্ব সংবাদদাতাঃ
হিন্ডেনবার্গ রিপোর্টের পর থেকেই আদানি গ্রুপের ওপর নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। আদানি গ্রুপের শেয়ার ক্রমাগত নিম্নমুখী। এদিকে, ভারতে আদানি গ্রুপ নিয়ে অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেইসঙ্গে প্রশ্ন তুলেছেন বিরোধীরাও। এহেন অবস্থায় ফের একবার আদানি গ্রুপ নিয়ে নীরবতা ভাঙলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, 'নিয়ন্ত্রকরা তাদের কাজ করবে। আরবিআই বিবৃতি দিয়েছে, এর আগে ব্যাঙ্ক, এলআইসি বেরিয়ে এসে আদানি গ্রুপের কাছে এক্সপোজার সম্পর্কে জানিয়েছিল। নিয়ন্ত্রকরা সরকারের থেকে স্বাধীন, তারা যা উপযুক্ত মনে করবে তাঁরা সেটাই করবে। বাজার ভালোভাবে যাতে নিয়ন্ত্রিত হয় তা নিয়ে যা করার নিয়ন্ত্রকরাই করবে।'