নিজস্ব সংবাদদাতাঃ শিয়রে বিধানসভা ভোট। আর এই ভোটকে পাখির চোখ করে কর্ণাটক সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরকালে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বলে খবর। সেইসঙ্গে প্রধানমন্ত্রীর এই সফরকালে প্রতিরক্ষা ক্ষেত্রেও এক বিশাল চমক অপেক্ষা করছে সকলের জন্য বলে দাবি করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি কর্ণাটকের তুমাকুরুতে এইচএএল-এর হেলিকপ্টার ফ্যাক্টরি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। ৬১৫ একর জমিজুড়ে বিস্তৃত গ্রিনফিল্ড হেলিকপ্টার ফ্যাক্টরিটি দেশের সমস্ত হেলিকপ্টারের প্রয়োজনীয়তার জন্য ওয়ান-স্টপ সমাধান হওয়ার লক্ষ্য নিয়ে পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই নয়, এইচএএল ৩-১৫ টনের মধ্যে ১,০০০ টিরও বেশি হেলিকপ্টার তৈরির পরিকল্পনা করেছে, যার মোট ব্যবসা ২০ বছরে ৪ লক্ষ কোটি টাকারও বেশি।
১,০০০ টিরও বেশি হেলিকপ্টার তৈরির পরিকল্পনা করছে প্রতিরক্ষা মন্ত্রক
New Update