নিজস্ব সংবাদদাতা: বিতর্কিত দক্ষিণ চীন সাগরের জন্য আচরণবিধি (সিওসি) চূড়ান্ত করতে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে আলোচনা জোরদার করার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সভাপতিত্বে ১০ সদস্যের আঞ্চলিক জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের শেষে জাকার্তায় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি।