নিজস্ব সংবাদদাতাঃ আসাম সরকার রাজ্যজুড়ে বাল্য বিবাহ রুখতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। আসামে বাল্য বিবাহের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে শুক্রবার রাজ্য সরকার ও পুলিশ ১,৮০০ জনেরও বেশি লোককে গ্রেফতার করেছিল বলে জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এদিকে শনিবার পুলিশের তরফে দেওয়া হল নয়া তথ্য। আসাম পুলিশের মুখপাত্র ও আইজিপি প্রশান্ত কুমার ভূঁইয়া জানান, 'আসাম পুলিশ আজ সকাল পর্যন্ত বাল্য বিবাহ সম্পর্কিত মামলায় জড়িত ২১৭০ জনকে গ্রেফতার করেছে। তবে এখানেই শেষ নয়, এই গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে।'